আমাদের বাণিজ্য ইউরোপ-আমেরিকা নির্ভর: অর্থমন্ত্রী
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের বাণিজ্য ইউরোপ-আমেরিকা নির্ভর। কারণ সেখানে সুবিধা বেশি পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্য আরও বাড়াতে হবে৷ ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে স্পর্শকাতর তালিকায় থাকা পণ্যের সংখ্যা কমানোর চেষ্টা করছি৷
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত দক্ষিণ এশিয়ার বাণিজ্য বাধা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘এ গ্লাস হাফ ফুল: দ্য প্রমিজ অব রিজিওনাল ট্রেড ইউনিয়ন ইন সাউথ এশিয়া` শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।
অর্থমন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে শুল্ক ৷ কিছুটা অশুল্ক বাধাও রয়েছে৷ সেগুলো দূর করতে চেষ্টা চলছে। সেজন্য প্রতিবেশি দেশগুলোর সঙ্গে কানেকটিভিটি বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ৪৭ এর মতো কানেকটিভিটি সম্ভব নয়, তবে চেষ্টা চলছে। সাফটা কার্যকরের মাধ্যমে নতুন করে কানেকটিভিটি কার্যকর করা হবে৷ আমরা চেষ্টা করছি, গতকালও ভারতের সঙ্গে কানেকটিভি বাড়াতে কিছু প্রকল্প হাতে নিয়েছি৷ এগুলো বাস্তবায়ন হলে আমাদের কানেকটিভিটি আরও বাড়বে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের তৈরি বাণিজ্য বাধা দূর করতে পারলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্য ৩ গুণ বাড়ানো সম্ভব এবং বর্তমানের আঞ্চলিক বাণিজ্য ২৩ বিলিয়ন ডলার থেকে ৬৭ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
/ এআর /