ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইয়েমেনের হাসপাতালে বিমান হামলা, সরে যাচ্ছে মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের কর্মীরা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:১৯ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার

ইয়েমেনের হাসপাতালগুলোতে বেশ কয়েকটি বিমান হামলার ঘটনায় সেখান থেকে সরে যাচ্ছেন দাতব্য সংস্থা মেডিসিন সান ফ্রন্টিয়ার্সের কর্মীরা। দেশটির উত্তরাঞ্চলের ছয়টি হাসপাতাল থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। ইয়েমেনে চলা গৃহযুদ্ধের মধ্যেই গেলো ১৬ মাস ধরে যুদ্ধাহতদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এমএসএফ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় সংস্থাটির বেশ ক্ষতি হয়েছে। হামলার কারণে হাসপাতালের রোগী ও তাদের কর্র্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানায় সংস্থাটি। গেলো মঙ্গলবার এমএসএফ পরিচালিত এক হাসপাতালে বিমান হামলায় ১৯ জন নিহত হয়।