গুরুত্বহীন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান
প্রকাশিত : ০৭:৪০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সূচির পরিবর্তনের কারণে আনুষ্ঠানিকতায় রূপ নেয়া ম্যাচে আজ আফগানদের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
আজ আফগানিস্তান ম্যাচের পর আগামীকালই সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে হবে মাশরাফি বাহিনীকে। তাই আজকের ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে যাচ্ছে বাংলাদেশ। একাদশে থাকবে কয়েকটি পরিবর্তন।
টিম সূত্রে জানা গেছে, আজ অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর। আর ২০১৫ বিশ্বকাপের পর আজ ওয়ানডে খেলতে নামছেন মুমিনুল হকও। তাদের দুজনের খেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত।
বিশ্রামের তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম। জানা গেছে, পাজরের হাড়ে ব্যথা থাকা মুশফিকুর রহিম বিশ্রামে থাকবেন। বিশ্রামের তত্ত্ব শুধু ম্যাচ গুরুত্ব হারানোর কারণে নয়। আগামীকালই সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ। টানা দুই ম্যাচের ধকল সামলানো কঠিন কাজ। তাই বিশ্রাম দিয়ে কয়েকজন ক্রিকেটারকে চাঙ্গা রাখার চেষ্টা করা হবে। আজ ম্যাচ থাকলেও বাংলাদেশ শিবিরের মূল ভাবনা এখন ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে।
আন্তর্জাতিক ম্যাচের ট্যাগ রয়েছে তাই বাংলাদেশ জয়ের জন্যই খেলতে নামবে আজ। কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া সম্পর্কে মাশরাফি বলেছেন, ‘ম্যাচ এরকম (মূল্যহীন) হয়ে গেল বলে বিশ্রামের ব্যাপার নয়। এমনিতেই আমাদের কিছু পরিকল্পনা ছিল। সেভাবেই কাউকে কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে।’
তামিম না থাকায় সুযোগ পাচ্ছেন শান্ত। মুমিনুলও খেলবেন। মাশরাফি বলছেন, বাড়তি চাপ না নিয়ে তারা যেন ম্যাচটা উপভোগ করে।
ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাড়তি চাপ না দিয়ে নিজেদের মতো খেলুক। ঢাকা লিগ বা বিপিএলের মতো খেলুক। ওরকম মানসিকতা নিয়ে যদি নামে, উপভোগ করে, তাহলে ভালো খেলবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটার গুরুত্ব আসলেই হারিয়ে গেছে। এশিয়া কাপের সুপার ফোরের সূচিতে আচমকা পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল ধরে করা হয়েছে সূচি। তাতেই মূল্য হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপের মর্যাদা। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আজকের ম্যাচের ফলাফলও প্রভাব ফেলবে না সুপার ফোর পর্বে।
এসএ/