কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৭:৫১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর। ১৯৩৪ সালের ২০ এপ্রিল তিনি কুমিল্লা জেলার লাকসাম থানার লত্সর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত আইজির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান থাকাকালীন অবসর গ্রহণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবুল খায়ের মুসলেহ্উদ্দিন ফাউন্ডেশন মরহুমের গ্রামের বাড়ি ফেনুয়ায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এসএ/