ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পিয়ানিকের জোড়া গোলে জুভেন্তাসের জয়

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে চোখে পানি নিয়ে মাঠ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন সিআর সেভেন। অবশ্য দুই অর্ধেই গোল করেছেন মিরালেম পিয়ানিক। তাই দলের সেরা অস্ত্রকে ছাড়াই জয় পেয়েছে জুভেন্তাস।

বুধবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম সুযোগটা অবশ্য পায় জুভেন্তাসই। ম্যাচের সপ্তম মিনিটে স্যামি খেদিরার মিস হতাশা বাড়ায় জুভেন্তাসের। এরপর ২৯তম মিনিটে জেইসন মুরিয়োকে বক্সে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনালদো। স্পেনে ফেরাটা মোটেও সুখকর হলো না পর্তুগিজ উইঙ্গারের।

পরে ১০ জনের জুভেন্তাসকে চেপে ধরে ভ্যালেন্সিয়া। বিরতির আগেই অবশ্য এগিয়ে যায় জুভেন্তাস। বক্সে কানসেলোকে ফাউল করেন দানিয়েল পারেয়ো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচের ৪৫তম মিনিটে স্পট কিক থেকে জুভেকে এগিয়ে নেন পিয়ানিক।

বিরতি থেকে ফিরে আসার পর ম্যাচের ৫১তম ‍মিনিটে পাওয়া দ্বিতীয় স্পট কিকও কাজে লাগান পিয়ানিক।

ম্যাচের ইনজুরি টাইমে গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভ্যালেন্সিয়া অধিনায়ক। পারেয়োর শট আটকে দেন ভয়চেখ।

একে//