ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গাছ চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার

রাজবাড়ীর বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-মধুখালী সড়ক ও জনপদ বিভাগের সড়কের দু’পাশের গাছ রাতের অন্ধাকারে চুরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন এ অবস্থা চললেও কার্যত কোন ব্যবস্থাই নিচ্ছে না সংশ্লিটরা। তবে এ গাছ চুরির সাথে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও কতিপয় কর্মচারী জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। জুন মাসের শেষের দিকে বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-মধুখালী সড়কের জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের সড়কে একই রাতে মেহগনি গাছের গোড়া কেটে চুরি হয় দুটি গাছ। ওই দিন রাতেই আরো চুরির আলামত পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ নসিমন ভর্তি গাছ আটক করে থানায় নিয়ে যায়। গত এক বছরে এই সড়কের ৩ থেকে ৪ শত বড় মেহগনি গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর। সড়কের দুপাশ থেকে রাতের অন্ধকারে গাছ চুরি হলেও কতৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। এই সড়কে ১৯৮৮ থেকে ৮৯ সালে উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি প্রকল্প থেকে গাছগুলো লাগানো হয়েছিল। এরপর কিছু গাছ মারা গেলে তা কেটে বিক্রি করা হয়। গত কয়েক বছরে বেশকিছু পুরনো  গাছ চুরি হয়ে গেলেও, কোন অভিযোগ না পাওয়ার কথা বলে দায় এড়িয়ে গেলেন উপজেলা পরিষদ কর্তৃপক্ষ।