ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

মুশফিকের জায়গায় মমিনুল, অভিষেকের অপেক্ষায় শান্ত

প্রকাশিত : ১১:৫২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। আজ আবার আফগানিস্তানের বিপক্ষে গর্জন দেওয়ার পালা। এই ম্যাচটা হতে পারত বাঁচা মরার লড়াই। সেটাই এখন নিয়মরক্ষার।

আজ আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ গ্রুপ ‘বি’র ২ নম্বর দল হয়ে সুপার ফোরে, জিতলেও তাই। তবে সব ভুলে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যয় নিয়েই নামবে বাংলাদেশ।

কালই আবার ভারতের বিপক্ষে দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচ। প্রচন্ড গরমে খেলার পর ১৪০ কিলোমিটার ভ্রমণ করে দুবাই আসতে হবে পুরো দলকে। তাই আজ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।

আজকের ম্যাচে অন্তত দুটি রদবদল নিশ্চিত। বেশিও হতে পারে। এমনটিই আভাস পাওয়া গেছে টিম ম্যানেজমেন্টের বক্তব্যে ও অবস্থাদৃষ্টে। এ নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, কয়েকজনকে বিশ্রাম দেয়ার কথা চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা খেলে।

আজকের ম্যাচে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল ইনজুরি নিয়ে দেশে ফেরায় তাঁকে দিয়ে আজ ম্যাচ ওপেন করানো হতে পারে। গত ঢাকা লিগে সর্বোচ্চ রান করেছিলেন ২০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। ছিল চারটি সেঞ্চুরিও। এছাড়া তাঁর ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে লিগ পর্যায়ের ম্যাচগুলোয়। লিটন দাসের সঙ্গে শান্তকেই আজ ম্যাচ ওপেন করতে দেখা যাবে।

মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীমের পাজরেও চোট রয়েছে। গত কয়েক দিনে তাঁকে প্রায় অর্ধশতক ব্যথানাশক খেতে হয়েছে। তাই পুরো সিরিজে ফিট মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তাঁর বদলে আজ ব্যাট হাতে মাঠে নামবেন মমিনুল হক। যাকে টেস্ট ব্যাটসম্যান তকমা দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ১৮২ রানের ইনিংসের সুবাদে আজ একাদশে ফিরতে পারেন তিনি। মমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে।

এছাড়া আজ মুস্তাফিজুর রহমানের জায়গায় দেখা যেতে পারে আবু হায়দার রনিকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে কিছুদিন আগে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। তাদের তাই হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। বিশেষ করে রশিদ খান আর মুজিব উর রহমানের মানের দুই স্পিনার সামলানো চ্যালেঞ্জর।

মাশরাফিও ভালোভাবে সামলাতে চান তাদের,‘ দুইজন বোলার মূলত (রশিদ ও মুজিব) ওদের দলকে বদলে দিয়েছে। এটা ঠিক। প্রতিটি দলই ওদের বিপক্ষে লড়াই করছে। এটা নতুন কিছু নয়। এখন ওদেরকে কিভাবে খেলা যায়, এটা ওই ব্যাটসম্যানের আত্মবিশ্বাসের ওপর নির্ভে করছে এবং করবে। ধরেই নিতে হবে ওরা ভালো বোলিং করবে। এটাকে কিভাবে সামলানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ।

গত ম্যাচে ফ্লপ অলরাউন্ডার মোসাদ্দেকের জায়গায় খেলানো হতে পারে নাজমুল ইসলাম অপুকে।

/ এআর /