বাম জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা
প্রকাশিত : ০১:৪১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
পুরোনো ছবি
বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ থেকে নির্বাচন কমিশনে যাওয়ার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এসময় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে বাম নেতাদের ধ্বস্তিধ্বস্তি হয়। এতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি আহত হন।
জনগণের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবিতে আজ নির্বাচন কমিশন ঘেরাওয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল বাম গণতান্ত্রিক জোটের। সেই লক্ষ্যে বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নেতারা।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে রওয়ানা হন নেতারা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাদের ধ্বস্তাধ্বস্তি হয়। আহত হন জোনায়েদ সাকি।
এর আগে প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের নেতা ও বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকার গঠন করতে হবে।
নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে নির্ভয়ে দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে।
সমাবেশে কম্যুনিস্ট পার্টির প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান, জুনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /