ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৪ ১৪৩১

কলেরায় ১০ হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে জাতিসংঘ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:১৬ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে কলেরায় দশ হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে জাতিসংঘ। ২০১০ সালে দেশটিতে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে, আক্রান্ত হয় ছয় লাখ মানুষ। তখন বিভিন্ন গবেষণায় বেরিয়ে আসে, হাইতিতে কর্মরত জাতিসংঘের নেপালি শান্তিরক্ষী বাহিনীর দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণেই কলেরার জীবাণু ছড়িয়েছিলো। কিন্তু, জাতিসংঘ বরাবরই তা অস্বীকার করে এসেছে। তবে, এবার জাতিসংঘের এক প্রতিবেদনে প্রথমবারের মত বিষয়টির জন্য দায় স্বীকার করে নেয়া হয়।