সাকিবের জোড়া আঘাতে ফের টাইগারদের উল্লাস
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
শুরু থেকে টাইগার বোলারদের দেখেশুনে খেলতে থাকলেও, ক্রমেই বিধ্বংসী হয় উঠছিলেন আফগান উইকেট রক্ষক মোহাম্মদ শাহজাদ। ৪৬ বলে ৩৭ রান করে চোখ রাঙ্গাচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। তবে তাকে আর বেশি দূর এগোতে দেয়নি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৭ রানে তাকে থামানোর পরই আজঘর আফগানকেও ফেরান সাকিব।
এদিকে আবু হায়দার রনির পর সাকিবের জোড়া আঘাতে ফের ব্যাকফুটে চলে গেছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ২৫ ওভার ২ বলে ১০১ রান। হাতে উইকেট রয়েছে ছয়টি। এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ২৮ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি।
তবে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন শাহজাদ ও হাশমত উল্লাহ শাহিদী। এই জুটি ৫১ রান যোগ করার পরই সাকিব আল হাসান আঘাত হানেন। বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি ৫ ওভারে ২০ রান খরচে ২ উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে সাকিব নিয়েছেন দুই উইকেট। তার খরচ ৪ ওভার ২ বলে ২০ রান।
এমজে/