ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জিপিএ ফাইভ পাওয়া সব শিক্ষার্থীদের মান এক নয়

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৫১ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার

জিপিএ ফাইভ পাওয়া সব শিক্ষার্থীদের মান এক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ। তিনি বলেন, শহর এবং গ্রামের শিক্ষার্থীদের পড়াশুনার মানের দিকে নজর না দিলে বৈষম্য থেকেই যাবে। তবে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তিনি। আর নটরডেম কলেজের প্রিন্সিপাল ড. হেমন্ত পিউস রোজারিও বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এমন ফলাফল সম্ভব হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাশের হার ৭৪ দশমিক সাত শূন্য শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক এক শূন্য শাতাংশ বেশী। একই সঙ্গে বেড়েছে জিাপএ ফাইভ পাওয়ার সংখ্যাও। এবারের পরীক্ষার সার্বিক ফলাফল মূল্যায়ন করতে গিয়ে শিক্ষাবিদ খলিকুজ্জামান আহমেদ বলেন, শিক্ষার মান বাড়লেও গ্রাম এবং শহুরে শিক্ষার্থীদের মাঝে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভাল করছে না তাদের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি। নটরডেম কলেজের প্রিন্সিপাল বলেন ড. হেমন্ত পিউস রোজারিও,  পাশের হার বেড়ে যাওয়ায় যোগ্য শিক্ষার্থীদের ভাল বিশ্ববিদ্যালয় সুযোগ পাওয়ার সম্ভবনা কম। যশোর বোর্ডে পাশের হার অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় তা খাতিয়ে দেখার আহ্বান জানায় তারা।