যুক্তরাষ্ট্রের টেনিস তারকা মেরী ফার্নান্ডেজের জন্মদিন আজ
প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:০২ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার
যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা মেরী ফার্নান্ডেজ। দূর্দান্ত নৈপুন্য দেখিয়ে খ্যাতি অর্জন করেছেন বিশ্বজোড়া। এই টেনিস তারকা ১৯৭১ সালের ১৯শে আগস্ট জন্ম গ্রহণ করেন ডমিনিকান রিপাবলিকে।
তাঁর পুরো নাম মেরী জো ফার্নান্ডেজ গডসিক। তবে সবার কাছে মেরী নামেই বেশী পরিচিত ছিরেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ ছিল তার। আর সাফল্য পাওয়ায় পরিবার থেকে ব্যাপক সহযোগীতা পান।
প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় এবং পরে বিভিন্ন প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে অংশ নেন তিনি। ১৯৮৫ সালে মাত্র ১৪ বছর বয়সে ওরেঞ্জ ব্লু জুনিয়র শিরোপা জেতে। সারা গোমেরকে হারিয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জেতেন মেরী ফার্নান্ডেজ। ১৯৮৬ সালে পেশাদার টেনিস খেলা শুরু করেন এ তারকা। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
এগিয়ে যাওয়ার পথে ১৯৮৯ সালে দ্বৈত বেটসিকে নিয়ে প্রথম শিরোপা জেতেন মেরী। পরের বছরই মহিলা এককে টোকিও ইনডোর শিরোপা জেতেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি এ টেনিস খেলোয়াড়কে।
১৯৯৬ সালে আটলান্টায় এবং ১৯৯২ বার্সেলোনায় মহিলাদের দ্বৈতে স্বর্ণ পদক জেতেন মেরী ফার্নান্ডেজ। বার্সেলোনায় এককে ব্রোঞ্জ জিতেন তিনি। এছাড়া ১৯৯৬ সালে ফ্রেঞ্চ ওপেনে, ১৯৯১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন মেরী। ১৯৮৯ সালেউিএস ওপেনের দ্বৈতে রানার্স আপ হন যুক্তরাষ্ট্রের এ তারকা।
২০০০ সালের ৮ই এপ্রিল এন্থনি টনিকে বিয়ে করেন মেরী। ইসাবেলা মারিয়া ও নিকোলাস কোপের নামে দুটি সন্তান রয়েছে মেরী ফার্নান্ডোজের সংসারে। বর্তমানে পরিবারকে বেশী সময় দিচ্ছেন তিনি।