রাজধানীতে গড়ে উঠেছে কুকুর বিড়ালের ক্লিনিক
প্রকাশিত : ১১:০৯ এএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১১:০৯ এএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার
‘জীবে দয়া করে যে জন সে জন সেবিছে ইশ্বর’ এই ব্রত নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় গড়ে ওঠেছে কুকুর বিড়ালের ক্লিনিক ও পুনবার্সন কেন্দ্র। ঢাকা মহানগরের আনাচে কানাচে-পথের ধারে ঘুড়ে বেড়ানো অবহেলিত ও অসুস্থ কুকুর-বিড়াল তুলে এনে চিকিৎসার মাধ্যমে দেয়া হচ্ছে নতুন জীবন। প্রতিষ্ঠানটির একদল পরিশ্রমী তরুন নিরলসভাবে করে যাচ্ছেন কাজটি। তাদের দাবি, দেশীয় কুকুর নিধন না করে কেবল পরিচর্যার মাধ্যমেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
গাড়ির চাকার নিচে পড়ে পেছনের পা ভেঙ্গে রাজধানীর বঙ্গবাজারে রাস্তার উপর কাঁতরাছিলো এই কুকুরটি। কেয়ার ফর পসের একদল কর্মী সেখান থেকেই তুলে আনে তাকে। উন্নত চিকিৎসা সেবা আর পরম মমতা পেয়ে এখন সে পুরোপুরি সুস্থ্য। বঙ্গবাজার থেকে কুড়িয়ে পাওয়ায় তার নাম দেয়া হয়েছে ‘‘বঙ্গ’’। নতুন জীবন আর নিজের একটি নাম পেয়ে ‘‘বঙ্গ’’ এখন বেজায় খুশি।
তার মতো এমন অনেকেই বিভিন্ন কারণে আহত হয়ে এখানে এসেছে। ক্লিনিকের ভলান্টিয়ার আর ডাক্তারদের পরিচর্যায় তারাও পেয়েছেন বাঁচার আলো। তাইতো পুনবার্সন কেন্দ্রের ছোট ছোট কক্ষে এমন হাক ডাক দিয়ে জানান দিচ্ছে তাদের সুস্থতার খবর।
নিজস্ব অর্থায়নে ২০১৫ সালে প্রতিষ্ঠিত প্রচারবিমুখ এই প্রতিষ্ঠানটির কেবল ফেসবুকে পোষ্ট দেখে প্রতিদিন ভীড় করছেন শত শত মানুষ। এখানে তাদের পোষা প্রাণীটির ভালো চিকিৎসা পাচ্ছেন বলেও জানান তারা।
কর্তৃপক্ষ বলছেন, কুকুর নিধন না করে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের নতুন জীবন দেয়া সম্ভব। একটুখানী চিকিৎসা সেবা আর আদর-মমতা পেলে তারাও হতে পারে পরম বন্ধু। দরকার সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতা।
আঘাত না করে সঠিক পরিচর্যার মাধ্যমে দেশীয় কুকুরকে কাজে লাগানো সম্ভব বলে মনে এই প্রাণী বিশেষজ্ঞ।
রাজধানীর বাইরেও এ ক্লিনিকের কার্যক্রম ছড়িয়ে দেয়ার পরিকল্পনা আছে উদ্যেগতাদের।