শোয়েবকে ছাড়িয়ে গেলেন মাশরাফি
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে হতাশার এ ম্যাচেও মাইলফলকের দেখা পান টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিন ৩৫ দশমিক ৩ ওভারের সময় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আউট করেন এই পেসার। আর এ উইকেটের মধ্য দিয়েই ওয়ানডে ফরম্যাটে উইকেট সংখ্যার দিক দিয়ে পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারকে ছাড়িয়ে যান নড়াইল এক্সপ্রেস।
১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে শোয়েব আখতার ১৯৯৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন ১৬৩টি ম্যাচ। এ সময় বল হাতে উত্তাপ ছড়িয়ে তিনি নিজের ঝুলিতে নিয়েছিলেন ২৪৭টি উইকেট। অন্যদিকে, ২০০১ সাল থেকে অদ্যাবধি ১৯৩টি ম্যাচ খেলে মাশরাফি নিজের ঝুলিতে নিয়েছেন ২৪৮টি উইকেট।
উল্লেখ্য, ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকায় ২৬তম অবস্থানে থেকে এশিয়া কাপ শুরু করেন টাইগার মাশরাফি। আর গত শুক্রবার এক ধাপ এগিয়ে বর্তমানে এ তালিকায় ২৫তম স্থানে অবস্থান করছেন নড়াইল এক্সপ্রেস।
একে//