ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আজ রোববার সেই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা। ম্যাচটা হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে মাশরাফি বাহিনীকে।  আফগানিস্তান সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তিন বল বাকি থাকতে হেরেছে। উপমহাদেশীয় ক্রিকেটে তীরে এসে তরী ডোবার ঘটনা এই প্রথম টের পেয়েছে টেস্ট ক্রিকেটে নবীন দলটি।

অন্যদিকে বাংলাদেশ জয়ের ধারেকাছেও যেতে পারেনি সুপার ফোরে ভারতের বিপক্ষের ম্যাচে। ৭ উইকেটে হেরে কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা। এশিয়া কাপে ফাইনালে উঠতে হলে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের। অন্যদিকে নিজেদের টিকে থাকতে হলে এই ম্যাচে জয় চায় আফগানিস্তানও।

বাংলাদেশের ওপেনাররা কেউই গত দুই ম্যাচে দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তামিম ইকবালের অনুপস্থিতিতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনরা। তাই দলে হঠাৎ ডাক পেয়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদও ভুগছেন রানখরায়। এমনকি বোলাররাও ভালো করতে পারছেন না। তাই প্রথম ইনিংসে বাংলাদেশ বোলিং করুক কিংবা ব্যাটিং, দুর্ভাগ্য যেন তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

 টিআর/