ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বঙ্গোপসাগরে আকষ্মিক ঝড়ে নিখোঁজ ৬৫ জেলে

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩৭ এএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার

কুয়াকাটা-আলীপুর জেলে পল্লীতে এখন কান্নার রোল। মঙ্গলবার রাতের আকষ্মিক ঝড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় বারোটি ট্রলার সহ শতাধিক জেলে। এরমধ্যে দশটি ট্রলারের খোঁজ মিললেও এখনও ৬৫ জেলেসহ নিখোঁজ রয়েছে দুটি ট্রলার। নিখোঁজ এসব জেলে পরিবারের সদস্যরা রয়েছেন চরম উৎকন্ঠায়। চলছে শোকের মাতম। একে একে ফিরে আসছে গভীর সমুদ্রে মৎস্য শিকারী ট্রলারগুলো। ফিরে আসছেন জেলেরা। তাই ছেলে রাসেল ফিরে আসার অপেক্ষায় অশ্রƒভেজা চোখে সাগরের দিকে তাকিয়ে আছেন কহিনুর বেগম। স্বামী আব্দুল কাদের ২০০৭ সালে এমনভাবেই সমুদ্রে ঝড়র কবলে পরে নিখোঁজ হয়েছেন। খোজ মেলেনি আজ্ধসঢ়;ও। তাই একমাত্র বুকের ধনকে হারানোর শংকায় তার দু’চোখে অশ্রুর বান। কোন ট্রলার ফিরার শব্দ পেলেই ছুটে যাচ্ছেন শিববাড়িয়া নদীর তীরে। শুধু কহিনুর বেগম নয়, আলীপুরের খাজুরা জেলে আবাসন পল্লীর অনেক সদস্য এখনও ফিরে না আসায় চরম উৎকন্ঠায় আছে তাদের পরিবার। এখনও  খোজ মেলেনি এফ বি সালেহা, এফ বি সায়েম ট্রলারের ৬৫ জেলের। সরকারিভাবে নিখোজদের খোজাসহ তাদের পরিবারগুলোকে সহায়তার দাবি ট্রলার মালিক ও স্থানীয়দের।