ভারতকে ২৩৮ রানের টার্গেট দিল পাকিস্তান
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
এশিয়া কাপের সুপার ফোরে শক্তিশালী পাকিস্তানকে ২৩৭ রানের টার্গেট দিল পাকিস্তান। অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিকের ৭৮ ও সরফরাজ আহমেদের ৪৪ রানের উপর ভর করে এই ২৩৭ রান তোলে পাকিস্তান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মালিক ও সরফরাজে এই তুলতে সক্ষম হয় পাকিস্তান।
এর আগে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। সুপার ফোরের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে জয় এনে দেন পাক এই ব্যাটসম্যান। আজকের ম্যাচেও প্রাথমিক বিপর্যয় সামলানোর চেষ্টা করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনিং ব্যাটসম্যান ইমামুল হক। দলীয় ২৪ রানে ইমামুলের বিদায়ের পর হাল ধরেন ফখর জামান। তবে তিনিও বেশিদূর এগোতে পারেনি। তার সংগ্রহ ৩১ রান। এর আগে বাবর আজম ব্যক্তিগত ৯ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে প্রাথমিক সে বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিয়েছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।
পাকিস্তানের পক্ষে ইমামুল ১০, ফখর জামান ৩৪, বাবর আজম ৯, আসিফ আলী ৩০, শাদব খান ১০, নওয়াজ ১৫ ও হাসান আলী ২ রান নেন।
ভারতের পক্ষে বুমরাহ, চাহাল ও যাদব প্রত্যেকেই দুইটি করে উইকেট তুলে নিয়েছেন। তবে রবীন্দ্র জাদেজা কোনো উইকেট তুলতে পারেনি।
এমজে/