মাহমুদুল্লাহর ঝলমলে অর্ধশতক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
আফগানদের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে ঝলমলে এক অর্ধশতক হাকিয়েছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ।
আফতাব আলমের বলে কট বিহাইন্ড হওয়ার আগে তিনি ৮১ বলে ৭৪ রানের এক কার্যকরী ইনিংস খেলেন। এই সংগ্রহ করতে তিনি হাকিয়েছেন তিনটি ৪ ও ২টি ছয়ের মার।
মাহমুদুল্লাহ যখন ক্রিজে আসেন তখন টাইগারদের সংগ্রহ ৮৭ রান। ৫ উইকেট হারিয়ে ধুকছে দল। ইমরুল কায়েসের সঙ্গে ঝুঁটি বাধেন তিনি। ১২৮ রানের জুটিতে দলকে রক্ষা করেন বড় ধরনের বিপর্যয় থেকে।
দলীয় ২১৫ রানের সময় তিনি আফতাব আলমের বলে রশিদ খানের ক্যাচে পরিণত হন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে। ফলে বাংলাদেশ বড় সংগ্রহের পথে রয়েছে।