কিশোরগঞ্জ পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার কিশোরগঞ্জের অষ্টগ্রামে পৌঁছায়। অষ্টগ্রামে জনসভায় অংশ নেবেন তিনি।
সফরসূচিতে জানা যায়, সোমবার বিকালে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা খেলার মাঠে এক জনসভায় যোগ দেবেন। পরে তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে’ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
সফরসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় রাষ্ট্রপতি ইটনা উপজেলার ইটনা-জিলা রোড প্রত্যক্ষ করবেন। সফরের তৃতীয় দিনে রাষ্ট্রপতির মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মিঠামইন উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করবেন তিনি। বিকেলে তিনি হাজী তৈয়ব উদ্দিন স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে রাষ্ট্রপতি নিজ বাড়িতে অবস্থান করবেন।
সর্বশেষ শুক্রবার রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে অবস্থিত তার পৈতৃক বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
এসএ/