ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চবির শিক্ষক মাইদুলের জামিন নামঞ্জুর

চবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের জামিন নামঞ্জুর করে  আজ সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দায়ের হওয়া আইসিটি মামলায় আদালত এই নির্দেশ দেন।

উচ্চ আদালতের ৮ সপ্তাহের জামিন শেষে সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শিক্ষক মাইদুল। শুনানি শেষে আদালত সেটা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী দুলাল লাল ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ আগস্ট বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তাকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এরপর উচ্চ আদালতের আদেশে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সোমবার আমরা জামিন আবেদন করেছি। কিন্তু শুনানি শেষে আদালত সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ ৫৭ ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পরে সেটি যাচাই বাছাই করে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

কেআই/ এসএইচ/