ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সুন্দরবনবিনাশী চুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৫২ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটি আয়োজিত অবস্থান কর্মসূচীতে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী ও সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা করছে কিছু স্বার্থনেস্বী মহল। পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করে বিকল্প ব্যবস্থা গ্রহন করার দাবি জানান বক্তারা। গণতান্ত্রিক সরকারের রীতিনীতি অনুসরণ জনগণের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান ।