টিউশন ফি ৩০ শতাংশ বৃদ্ধির পরিপত্র বাতিলের দাবি অভিভাবক ঐক্য ফোরামের
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার
বেসরকারী স্কুল-কলেজে টিউশন ফি ৩০ শতাংশ বৃদ্ধির পরিপত্র বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন থেকে তারা এ দাবি জানায়। এসময় বক্তারা কেচিং বাণিজ্য বন্ধ করার পাশাপশি শ্রেনী কক্ষে মান সম্মত পাঠদান নিশ্চিত করার দাবি জানান। চলতি বছর থেকেই তারা প্রাথমিক সমাপনি পরীক্ষা বাতিলের দাবিও করেন মানব বন্ধন থেকে।