ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মারধরের ঘটনায় জবি দুই শিক্ষার্থী বহিষ্কার 

জবি  সংবাদদাতা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীসহ ৩ জনকে মারধরের ঘটনায় দর্শন বিভাগের ২০১৬-১৭  শিক্ষাবর্ষের  মেহেদী হাসান  ও কম্পিউটার  সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের মাসফিক খান আদরকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারি পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর ‘দূর্জয়’ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রুপ স্টাডিরত ৬ জন শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এবং এহেন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ নয় ও শৃঙ্খলা পরিপন্থী বিধায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে দূর্জয় বাসে গ্রুপ স্টাডি করতে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতকোত্তর নবম ব্যাচের ৬ শিক্ষার্থী। এ সময় কতিপয় ছাত্র এসে তাদেরকে আসন থেকে উঠে যেতে বলে এবং এই জায়গায় নিজেরা ‘তাস খেলবে’ বলে জানায়। এ সময় তাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে তারা নিজেদের ছাত্রলীগ কর্মী ও ১২ ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে।  

এই  ঘটনায় আহত হয়েছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ রহমান, মো. সাব্বির হাসান, ফয়জুন্নাহার আক্তার জিনিয়া ও চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার রিয়াজ রহমান।     

কেআই/এসি