ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সন্দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন  

প্রকাশিত : ১০:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এনাম নাহার মোড়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. শাহাজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন মিশন ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজান পিপিএম (বার)। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম।

দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরস্থানে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে এই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হচ্ছে।

এর নির্মাণকাজ শেষ হলে সন্দ্বীপের আগুনে পুড়ে সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে সন্দ্বীপে সাধারণ মানুষের ধারণা।

কেআই/ এসএইচ/