সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:১৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৮:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সর্বজনশ্রদ্ধেয় সাংবাদিক আতাউস সামাদ ১৯৩৭ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের সতেরদবিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুস সামাদ ও মা শায়েরা বানু। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৫৬ সালে সচিত্র সন্ধানীতে আতাউস সামাদের সাংবাদিকতায় হাতেখড়ি। দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি নিয়মিতভাবে নিবন্ধ ও কলাম লিখেছেন। তিনি পাকিস্তানের দৈনিক মুসলিম, কুয়েতের দৈনিক অ্যারাব টাইমস, লন্ডনের সাউথ ম্যাগাজিন ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ এ দেশের সাপ্তাহিক যায়যায়দিন, হলিডে, সমকাল, প্রথম আলো, কালের কণ্ঠ, আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেছেন। তার লেখা একমাত্র বই ‘এ কালের বয়ান’ পাঠকের কাছে দারুণ সমাদৃত।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিনি ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন।
এসএ/