যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে ভ্রান্ত নীতি অনুসরণ করছে : রুহানি
প্রকাশিত : ০৯:১৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে ইরান ইস্যুতে ভ্রান্ত নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেছেন।
এক দশকেরও বেশি সময় ধরে টানা প্রচেষ্টার পর এ সমঝোতা সই হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে অনুমোদিত বহুপক্ষীয় পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে।
রুহানি বলেন, নিরাপত্তা পরিষদে অনুমোদিত কোনো সমঝোতা বা চুক্তিকে যাতে কেউ পণবন্দি হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে জাতিসংঘের পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভ্র্রান্ত নীতি অনুসরণ করছে। ইরানের পররাষ্ট্র নীতিতে সব সময় বহুপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রুহানি বলেন, আমরা কিসের ভিত্তিতে প্রতিশ্রুতি লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন চুক্তি করব। যোকোনো আলোচনা হতে হবে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শান্তি ও গণতন্ত্র চায় না পাশ্চাত্যের দেশগুলো।
সূত্র: পার্সটুডে
এমএইচ/