ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যে কারণে ধর্ষণের ঘটনা চেপে যান অভিনেত্রী পদ্মা লক্ষ্মী

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০২:৪৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

যুক্তরাষ্ট্রের টিভি হোস্ট পদ্মা লক্ষী তার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলেন। কেন এ ঘটনা চেপে রেখেছিলেন তিনি সেই বর্ণনা দিয়েছেন।

সম্প্রতি এক সংবাদপত্রে দেওয়া  সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের জন্য ট্রাম্পের মনোনীত বিচারপতি ব্রেট এম কাভানার বিরুদ্ধে আশির দশকে যৌন হয়রানির অভিযোগের বিষয়টি উল্লেখ করেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্লেসি ফোর্ড অভিযোগ করেছেন, ৩০ বছর আগে হাইস্কুলে পড়ার সময় এক পার্টিতে কাভানা মাতাল অবস্থায় তাকে যৌন হয়রানি করেন।

ডেমোক্রেটিক সিনেটর ডায়ান ফাইনস্টিনকে তিনি গত জুলাইতে বিষয়টি জানান, কিন্তু ফাইনস্টিন কাভানার মনোনয়ন প্রশ্নে সিনেটে শুনানির আগে বা পরে বিষয়টি কাউকে জানাননি।

পরে অভিযোগের কারণে সুপ্রিম কোর্টে কাভানার নিয়োগ প্রশ্নের মুখে পড়েছে।

পদ্মা লক্ষ্মীর যৌন হয়রানির ঘটনা

পদ্মা লক্ষ্মী (৪৮) জানান, তিনি ৩০ বছর আগে তাকে একজন ধর্ষণ করেন।

লক্ষ্মী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি তখন  টিনেজার ছিলেন।

তিনি তখন একজন ব্যক্তির সঙ্গে ডেটে যেতেন।  তারা একদিন এক এপার্টমেন্টে যান। পরে তিনি ঘুম ঘুম অনুভব করেন। পরে ওই ব্যক্তি তার ওপর শারীরিক নির্যাতন করেন।

পরে তিনি এ ঘটনায় আশ্চর্য এবং দুঃখিত হন। কিন্তু ঘটনার বর্ণনা কাউকে দিতে পারেননি। 

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি তখন দ্বিধা দ্বন্দ্বে ছিলাম।  পরে আমি কোনভাবেই এর বর্ণনা দিতে পারিনি। ১৯৮০ সালের দিকে ডেট ধর্ষণের ঘটনার বর্ণনা দেওয়া কষ্টকর ছিল।

আমি তখন ভেবেছিলাম যে, আমি যদি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করি তাহলে তিনি যদি উল্টো অভিযোগ করেন যে, আমি এ এপার্টমেন্টে কেন গিয়েছিলাম?

পরে এতসব ভেবে তখন আর এ ঘটনার বর্ণনা দেওয়া হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

এমএইচ/