প্রথমবারের মত অলিম্পিকে স্বর্ণ জিতেছে ব্রাজিল
প্রকাশিত : ১০:৪৬ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪৬ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার
অবশেষে অধরা স্বপ্ন পূরণ হল ফুটবলের দেশ ব্রাজিলের। রিও অলিম্পিক ফুটবলের ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিকেও স্বর্ণ জেতে নেইমারের ব্রাজিল। রোমারিও, রোনালদো, রিভালদোরা যা পারেনি তাই করে দেখিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিল সুপারস্টারের অসাধারণ ক্রীড়া নৈপূন্যে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে স্বর্ণ ঘরে তোলে সেলেসাওরা।
অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতলো ব্রাজিল। রিও অলিম্পিকের ফাইনাল ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য নিজেদের প্রমান করার ম্যাচ। অথবা বলা যায় মারাকানা ও মেনেইরোর দুঃখ ভুলার ম্যাচ। যেই মেনেইরোতে বিশ্বকাপে জার্মানীর কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারের বদলা নেয়ার ম্যাচ। পাঁচবার বিশ্বকাপসহ ফুটবলের সব বড় টুর্নামেন্টের ট্রফিই ঘরে তুলেছে ব্রাজিল। কিন্তু অধরা ছিল অলিম্পিক ট্রফি। এবার নেইমারের হাত ধরে সে স্বপ্নই পুরন করলো ব্রাজিলিয়ানরা।
মারাকানায় শুরু থেকেই জার্মানির উপর চড়াও হয় ব্রাজিল। তবে সমান তালে লড়ে জার্মানিও। খেলার ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন স্বাগতিক অধিনায়ক নেইমার।
খেলার ৬০ মিনিটে অধিনায়ক মেয়ারের গোলে সমতা আনে জার্মানী। বাকি সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
জার্মানির পেটারসেন টাইব্রেকারের পঞ্চম গোলটি করতে ব্যর্ধ হলে, সব দ্বায়িত্ব কাধে আসে নেইমারের। ঠান্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি তিনি। সেইসাথে ইতিহাসের পাতায় ঠাই করে নেয় ব্রাজিল।