বি.চৌধুরী-কামালরা ২০ দলে ভাড়ায় খেলতে গেছেন: হাছান মাহমুদ
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ডা. বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামালের হোসেনের বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের নামে ১/১১’র কুশীলবরা এক হয়েছেন। বি. চৌধুরী-কামালদের ঐক্য ১/১১’র কুশীলবদের ঐক্য। তিনি তাঁদেরকে ভাড়া খেলোয়ার বলেও মন্তব্য করেন।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, সম্প্রতি জাতীয় ঐক্যের নামে কিছু নেতা একসঙ্গে বসেছিলেন। তাদের মধ্যে ড. কামাল হোসেন ১/১১ কুশীলবদের প্রধান উপদেষ্টা ছিলেন। আর সেখানে ব্যারিষ্টার মঈনুল হোসেনও ছিলেন। অর্থাৎ এই ঐক্য হচ্ছে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠী, সাম্প্রদায়িকগোষ্ঠী এবং ১/১১`র কুশিলবদের একটি ঐক্য।
তিনি বলেন, এই ঐক্যে এখানে জনগণের কোনো সংশ্লেষ নাই। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ২০১৩,১৪ এবং ১৫ সালের মতো জনগণের পাশে থেকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ড. কামাল ও বি. চৌধুরীকে ভাড়া খেলোয়ার আখ্যা দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, খেলোয়াড় যেমন ভাড়ায় খেলে উনারাও ২০ দলীয় জোটে এখন ভাড়ায় খাটতে গেছেন। ভাড়া করা খেলোয়াড় যেমন পেমেন্ট অনুযায়ী খেলে এখন ড. কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরী কতটুকু খেলেন নাকি মাঝপথে চলে যায় সেটাই দেখার বিষয়।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনকে ভাড়া করে অত্যন্ত সুচতুরভাবে তারা (বিএনপি) বেগম জিয়া ও তারেক রহমানকে মাইনাস করছে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্র নায়িকা নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস প্রমুখ।
অা অা// এআর