১ অক্টোবর থেকে নম্বর ঠিক রেখে অপারেটর বদলানো যাবে
প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
অনেক দিন থেকেই নম্বর ঠিক রেখে অপারেটর বদলানোর কথা বলা হয়ে আসছে। সে সুযোগ পেতে যাচ্ছেন গ্রাহকরা। ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এ সুবিধা। তবে এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে। এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন জানান, আগামী ১ অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর রাত থেকেই এ সিস্টেমটি শুরু হবে।
বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণার মাধ্যমে এ সেবা শুরু করা হবে বলে জানান তিনি। মাবরুর আরও জানান, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।
গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।
এসএইচ/