ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গ্রেনেড হামলায় আহতরা অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন

প্রকাশিত : ১১:১০ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১১:১০ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার

একুশে আগস্ট গ্রেনেড হামলায় বেঁচে যাওয়ারা অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। ভৈরবের যুবলীগ নেতা নাজমুল হাসান নাজিম শরীরে অসংখ্য বোমার স্পি­ন্টার বহন করছে। স্বজন হারানোর বেদনা নিয়ে দিন কাটাচ্ছে চাঁদপুরের আতিক উল্ল্যাহ ও আবদুল কুদ্দুছের পরিবার। দ্রুত হত্যাকান্ডের বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আহত হন বহু নেতাকর্মী। সমাবেশে সেদিন কিশোরগঞ্জের ভৈরব থেকে এসেছিলেন যুবলীগ নেতা নাজমুল হাসান নাজিম। আজও শরীরে বহন করছেন অসংখ্য স্পি­ন্টার। বিভীষিকাময় দিনটির কথা মনে হলে আতঙ্কিত হন তিনি। হামলাকারী ঘাতকদের দ্রুত বিচার করে শাস্তির দাবী জানালেন নাজিম। হামলায় নিহত হন চাঁদপুরের মতলবের আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ সরকার। পরিবারের উপার্জনক্ষমকে হারিয়ে আজো ঘুরে দাঁড়াতে পারেনি পরিবারটি। নারকীয় ওই হামলায় নিহতদের একজন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা হাইমচরের আবদুল কুদ্দুছ পাটোয়ারী। হামলাকারী ও তাদের মদদদাতাদের বিচারের অপেক্ষায় তার স্বজনেরা।