ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ভাদ্র মাসে খরায় পুড়ছে কৃষিনির্ভর জেলা নীলফামারী

প্রকাশিত : ১১:২৬ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১১:২৬ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার

ভাদ্র মাসে খরায় পুড়ছে কৃষিনির্ভর জেলা নীলফামারী। কয়েকদিন আগে বন্যায় ডিমলা উপজেলার বেশিরভাগ তলিয়ে গেলেও বাকি উপজেলাগুলো পড়েছে খরার কবলে। পানির অভাবে আমনের ক্ষেত ফেটে চৌচির। পাম্পের সাহায্যে পানি দিয়ে কোনরকমে ক্ষেতের ফসল রক্ষা করছেন কৃষক। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে তাদের। বোরোর লোকসান পুষিয়ে নিতে নীলফামারীর কৃষকেরা নেমেছেন আমন আবাদে। কিন্তু বর্ষায় আমন চারা কিছুটা সতেজ হলেও বৃষ্টির কম হওয়ায় ভাদ্রর শুরুতেই পড়েছে খরার কবলে। সাম্প্রতিক বন্যার পানিতে ডিমলা তলিয়ে গেলেও সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা ও ডোমারে দেখা নেই তেমন বৃষ্টির। গেলো বারে যেখানে ১ হাজার ৫শ’ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছিলো, এবছর তা মাত্র ৮শ’ ৯৮ মিলিমিটার। পাম্পের মাধ্যমে সেচ কাজ চালালেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হবে, এমন ভাবনায় মলিন কৃষকের মুখ। আর পানির অভাবে এখনও চারা রোপন করতে পারেননি অনেকেই। রৈবী আবহাওয়ায় কৃষককে দুর্দশার হাত থেকে রক্ষা করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সেচের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। এবছর জেলার ১লাখ ৮ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আমন।