মহেশখালিতে খালের উপর বাঁধ দেয়ায় জোয়ারের পানিতে প্লাবিত মানুষ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১১:৩৫ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার
চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ একটি পথ মহেশখাল। কিন্তু এ খালের উপর বাঁধ দেয়ার কারণে প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নগরীর কয়েক লাখ মানুষ। তাই খালের মুখে নির্মিত বাঁধের দ্রুত অপসারণ দাবি ভুক্তভোগীদের।
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে গত বছর সাড়ে চার কোটি টাকা ব্যয়ে মহেশখালের উপর বাঁধ নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এ বাঁধ নির্মাণের পর দেখা দেয় নতুন বিপত্তি। জোয়ারের পানির পরিবর্তে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে। পানি বন্দি থাকতে হচ্ছে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, দেওয়ানহাট, শান্তিবাগ, ছোটপুল, হালিশহর, মুন্সিপাড়ার কয়েকলাখ মানুষকে।
অপরিকল্পিত বাঁধের কারণে পানি নামতে না পারায় এলাকায় সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েতে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে।
এলাকাবাসীর অভিযোগ, বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ভরাট হয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাষনের প্রধান মাধ্যম মহেশখাল। অপরিকল্পিত ভাবে তৈরী করা বাঁধ অপসারণ করে সল্টগোলা এলাকায় স্থায়ী স্লুইচ গেট নির্মাণের দাবি তাদের।
জনস্বার্থ বিবেচনা করে এই বাঁধ অপসারণসহ জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।