চবিতে পদার্থবিদ্যা বিভাগের দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী
চবি সংবাদদাতা
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১০:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)পদার্থবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তিত সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। আগামী শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হচ্ছে।
বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পদার্থবিদ্যা বিভাগের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড.দিল আফরোজ বেগম এই খবর জানিয়েছেন।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে পদার্থবিদ্যা বিভাগ অন্যতম। প্রয়াত প্রফেসর ড. মো.শামসুল হক এর নেতৃত্বে মাত্র ১২জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল এ বিভাগ।
প্রফেসর ড. দিল আফরোজ বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পদার্থবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ সূর্বণ জয়ন্তীর আয়োজন করা হচ্ছে।
সূবর্ণ জয়ন্তীতে পদার্থবিদ্যা বিভাগের ১০১৩ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ২৮ সেপ্টেম্বর সকাল ৯.৩০ টায় বর্ণাঢ্য রেলির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে।এরপর কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদের প্রথম দিনের প্রথম অধিবেশন শেষ হবে।
দ্বিতীয় দিন প্রথম অধিবেশন শুরু হবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ দিয়ে। এরপর জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী’র গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
সম্মেলন থেকে জানানো হয়, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সূবর্ণ জয়ন্তী উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এছাড়া জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, চবি উপ-উপাচার্য প্রফেসর ড.শিরীন আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ন্যানো স্যাটেলাইট উপদেষ্টা ড.মো.খলিলুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে অন্যদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. নাসিম হাসান উপস্থিত ছিলেন।
কেআই/এসি