ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

মুস্তাফিজ কাটারে দিশেহারা পাকিস্তান

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

কাটার বয় মুস্তাফিজুর রহমানের গোলায় পরাস্ত পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দুই ওভার বোলিং করেই দুই উইকেট তুলে নিয়েছেন বিস্ময় এ বালক। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৮ রান। মুস্তাফিজ ১ ওভার ৩ বল করে ১৩ রান খরচে দুই উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ২ ওভার বল করে ৩ রান খরচে এক উইকেট তুলে নিয়েছেন।

ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এর পরের ওভারেই পাকি শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে মিরাজ কোনো উইকেট না পেলেও চতুর্থ ওভারে ফের উইকেট তুলে নেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে এসেই মার সরফরাজের কাছে মার খেতে থাকেন মুস্তাফিজ। তবে ওভারের তৃতীয় বলে সরফরাজকে বোকা বানান মুস্তাফিজ। আর তার কাটারে পুল করতে গিয়ে মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সরফরাজ।

এমজে/