ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নবাবগঞ্জে উৎপাদিত বেগুন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত : ১১:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ বছর উপজেলার গোলাপগঞ্জ, বিনোদনগর, দাউদপুর, জয়পুর, কুশদহ চারটি ইউনিয়নের ক্ষুদ্র প্রান্তিক চাষীরা মৌসুম ভিত্তিক দেশি প্রজাতির ও উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করে পারিবারিকভাবে সাবলম্বী হচ্ছে।

ওই চারটি ইউনিয়নের বিভিন্ন মাঠে চোখে পড়েছে বেগুন চাষ। স্থানীয় বামনগড় এর এক বেগুন চাষী খিতিশ চন্দ্র রায় জানান, উৎপাদিত বেগুনগুলো খাতে খুব মজাদার। দর প্রতি কেজি ১১ থেকে ১২ টাকা কেজি দরে স্থানীয় আফতাবগঞ্জ, নবাবগঞ্জ, দাউদপুর বাজারে বিক্রি করে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে আফতাবগঞ্জ বাজার থেকে তাদের উৎপাদন করা বেগুনগুলো পাইকারি দরে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর,বগুড়াসহ রাজধানীর বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।

দাউদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফাত্তাউজ্জামান জানান, কৃষকদের বেগুন উৎপাদনে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো.আসাদুজ্জামান জানান, কুশদহ ইউনিয়নে বেগুন চাষ ভালো হওয়ায় কৃষি বিভাগের পক্ষ থেকে জয়পুর ইউনিয়নে গ্রামে ক্রয় সেন্টার রয়েছে। সেখানে কৃষকেরা জমি থেকে তাদের উৎপাদিত বেগুন বাড়ি সংলগ্ন ক্রয় কেন্দ্রে নিয়ে আসলেই বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এসে ক্রয় করে নিয়ে যান। আবার কেউ কেউ বিভিন্ন হাট বাজারেও বিক্রি করে থাকেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোছা. পারুল বেগম জানান, বেগুন চাষ করে উপজেলার অনেক নিন্ম আয়ের পরিবারের মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে।

কেআই/এসএইচ/