বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ ময়েজউদ্দিনের ৩২তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে গাজীপুরের কালীগঞ্জে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন চলাকালে তৎকালীন ২২ দলের হরতাল কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করে তাকে।
ময়েজউদ্দিনের জন্ম ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে। ঐতিহাসিক আগরতলা মামলা পরিচালনায় গঠিত ‘মুজিব তহবিল’র আহ্বায়ক ছিলেন তিনি। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ১৯৭০-এর নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য ও ১৯৭৩-এর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও জড়িত ছিলেন তিনি। তৎকালীন বাংলাদেশ রেডক্রস (বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট) সোসাইটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি তার মেয়ে।ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচিতে রয়েছে সকাল ৯টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদন, ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং দুপুর ১টায় কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ। এ ছাড়া কালীগঞ্জের সব ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে।
এসএ/