ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় টাইগারদের অভিনন্দন জানান তিনি।

ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার রাতে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় পায় বাংলাদেশ। আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে টাইগাররা।

একে//