ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এবার সত্যি দেখুন দুই মাথাওয়ালা সাপ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৪ এএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

এর আগে দুই মাথাওয়ালা সাপের কথা বহুবার শুনেছেন। কিন্তু দুই মাথাওয়াল সাপ সত্যি কি কোনোদিন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এবার আপনার দেখা সত্যি হতে যাচ্ছে।

এমনই এক দুই মাথাওয়ালা সাপ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বাড়ির বাগানে। দুই মাথাওয়ালা বিরল এই কপারহেড সাপটি খুব বেশি আক্রমণাত্মক সাপ নয়। কিন্তু একটি মাথা আরেকটিকে ছোবল মারতে পারে।

তবে দুই মাথাওয়ালা প্রাণীর পক্ষে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকা কঠিন। আশা করা হচ্ছে, এটিকে হয়তো কোন বন্যপ্রাণী কেন্দ্রে রাখা হতে পারে।

ভিডিও:  

সূত্র: বিবিসি বাংলা

এমএইচ/