ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

রিও অলিম্পিকের শেষ দিনে বক্সিংয়ে দু’টি স্বর্ণ পদক পেয়েছে উজবেকিস্তান

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

রিও অলিম্পিকের শেষ দিনে বক্সিংয়ে দু’টি স্বর্ণ পদক পেয়েছে উজবেকিস্তান। আর ৪৬টি স্বর্ণ ও ৩৭টি রৌপ্য এবং ৩৮টি ব্রোঞ্জ সহ ১২১ টি পদক নিয়ে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। ২৭ স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ ৬৭ টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। এরপরেই আছে চীন, ২৬টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ তারা পেয়েছে ৭০টি পদক । এদিকে শেষ দিনে পুরুষদের ৬৪ কেজি ওজন শ্রেণী বক্সিংয়ে আজারবাইজানের লরেনজো স্টমায়োরকে হারিয়ে স্বর্ণ জিতেছে উজবেকিস্তানের ফাজলিদিন গাইভনাজারোভ। আর ৫২ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন উজবোিকস্তানের শাখোবিদিন জোইরোভ।