ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো রিও অলিম্পিকের

প্রকাশিত : ১০:২১ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১০:২১ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

ভাঙ্গল মিলন মেলা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো রিও অলিম্পিকের। ৫ই আগস্ট শুরু হয়েছিল সবচেয়ে বড় এ ক্রীড়া উৎসবের। ১৬ দিন সেরা ক্রিড়াবিদরা মাতিয়ে রেখেছেন বিশ্বকে। মারাকানায় এসে শেষ হলো অলিম্পিকের ২৯তম আসরের। অলিম্পিকের পরের আসরটি বসবে জাপানের টোকিওতে। বিস্তারিত আবু হোরায়রা তামিমের রিপোর্ট। মারাকানা স্টেডিয়ামে রিও অলিম্পিকে উদ্বোাধনী অনুষ্ঠানের মত সমাপনী অনুষ্ঠানেও ছিল জমকালো আয়োজন। চার ঘন্টার এ সমাপনী অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিল রঙের খেলা। নাচ-গান আনন্দ উৎসবে ভাঙলো ২৯তম আসর। সমাপনি অনুষ্ঠানে বৃষ্টিও বাধা হতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করেই চলেছে অনুষ্ঠান। এবারের  অলিম্পিকে ৩০৭টি স্বর্ণের জন্য ২০৭টি দেশ লড়েছে। এরমধ্যে অন্তত একটি পদক জিতেছে এমন দেশের সংখ্যাও কম নয়। ৮৭টি দেশ পদক জিতেছে। সমাপনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকারীরা আলাদাভাবে যায়নি। পুরো অলিম্পিকে দেখা যায়নি ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলেকে। উদ্ভোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জলনের কথা থাকলেও অসুস্থতার কারণে আসেননি। সমাপনিতেও দেখা গেল না ব্রাজিলকে ৩টি বিশ্বকাপ জেতানো ফুটবল যাদুকর পেলেকে। সমাপনী অনুষ্ঠানে ২০২০ সালের আয়োজক জাপানের প্রধান মন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন। পরবর্তী আয়োজক দেশ জাপানের কাছে তুলে দেয়া হয় অলিম্পিকের পতাকা।