সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত: রিজভী
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সরকার ফের একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তবে এবার আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এর আগে, গতকাল বুধবার নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার।
এ প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সঠিক নয়। কারণ এখনও পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সব পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত।
রিজভী বলেন, সরকার ক্ষমতার উন্মাদনার মধ্যে থাকতে চায়। এ জন্য যখন যেটা প্রয়োজন, অর্থাৎ গুম, খুন থেকে শুরু করে মিথ্যা মামলায় বিরোধী নেতাদের ফাঁসাতে দ্বিধা করছে না। কারণ রাষ্ট্রযন্ত্র তাদের হাতের মুঠোয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জে এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।
একে//