খুলনা অঞ্চলসহ পটুয়াখালী উপকূলে বৈরী আবহাওয়া
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১০:৩৩ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে খুলনা অঞ্চলসহ পটুয়াখালী উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। মেঘলা আকাশের পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দমকা-ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে।
দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাগর উত্তাল। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। কুয়াকাটা, আলীপুর ও মহিপুর এলাকার মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। অভ্যন্তরীণ রুটের ৬৫ ফুটের ছোট সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।