ক্ষমতায় যাওয়া মাত্রই ফিলিস্তিনকে স্বীকৃতি: লেবার পার্টি প্রধান
প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টি প্রধান জেরেমি কোরবিন। বুধবার বিকেলে লিভারপুলে দলীয় সম্মেলনে তিনি বলেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে অবশ্যই ফিলিস্তিনকে সমর্থন দেবো। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ারও ঘোষণা দেন তিনি।
জেরেমি কোরবিনের ঘোষণার পরপরই ফিলিস্তিনপন্থী অনেকেই দেশটির পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। এসময় তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অন্যায় তৎপরতারও সমালোচনা করেন।
সূত্র: পার্সটুডে
এমজে/