ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১০:০২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে আজ শুক্রবার বিকালে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। এ এক স্বপ্নের ফাইনাল। এ ফাইনালের জন্য বাংলাদেশ ক্রিকেট দল মানসিক দৃঢ়তা নিয়ে মাঠে নামছে আজ। গত বুধবার রোমাঞ্চকর ম্যাচে পাকিন্তানকে হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগার বাহিনী। এখন শুধু স্বপ্ন পূরণের পালা। ভারতকে হারিয়ে এশিয়া কাপের স্বপ্নের ট্রফি নিজেদের হাত রাখতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ ঠিক করছে সম্ভাব্য একাদশ। এদিকে টাইগারদের বিপক্ষে `পূর্ণশক্তির` একাদশ নিয়েই নামছে টিম ইন্ডিয়া।

এ ম্যাচে ভারতের অধিনায়কত্বে ফিরে আসছেন রোহিত শর্মা। গেল ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন মাহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন্সি হারালেও দলে থাকছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একাদশে ফিরছেন রোহিতের ডেপুটি শিখর ধাওয়ানও। আগের ম্যাচে দুই ওপেনারই বিশ্রামে ছিলেন।

বাকি নিয়মিত মুখগুলোও ফিরছেন। শেষের নাটকীয়তায় আফগানিস্তানের বিপক্ষে টাই হওয়া ম্যাচে মোট ৫ জনকে বিশ্রাম দিয়েছিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় রোহিত-ধাওয়ান ছাড়াও ছিলেন যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। অনুমিতভাবে শেষ ত্রয়ীও ফিরছেন।

আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন পেসার সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ ও দীপক চাহার এবং ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মণীশ পান্ডে। ফাইনালি লড়াইয়ে তারা কেউ থাকছেন না তা একরকম নিশ্চিত।

গত ম্যাচে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন লোকেশ। রোহিত ঢোকায় তাকে বাইরে চলে যেতে হবে। ধাওয়ান অন্তর্ভুক্ত হওয়ায় ছিটকে যাবেন মণীশ। চাহাল ঢুকলে জায়গা ছেড়ে দিতে হবে দীপককে।

আর কাউল ও খলিলের স্থানে খেলবেন যথাক্রমে ভুবনেশ্বর, বুমরাহ। বরবাবরের মতো থেকে যাচ্ছেন আম্বাতি রাইডু, কুলদ্বীপ যাদব, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা ও দীনেশ কার্তিক।

আফগানিস্তানের বিপক্ষে ভারত একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মণীশ পান্ডে, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, সিদ্বার্থ কাউল, কুলদ্বীপ যাদব ও খলিল আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষ), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

টিআর/