নাব্যতা সংকট, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
পদ্মা নদীতে দ্রুত পানি কমে যাওয়া কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের বিভিন্নস্থানে দেখা দিয়েছে ডুবোচর। ফলে গত কয়েকদিন ধরেই চরমভাবে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার ফেরি চলবে কিনা এবিষয় নিশ্চিত করতে পারছে না কাঁঠালবাড়ী ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্ট, যে পথ দিয়ে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো মূল পদ্মায় প্রবেশ করে শিমুলিয়ার পথ ধরে সেই স্থানগুলোতে পানির স্তর কমে গেছে। ফলে ধারণক্ষমতার চেয়েও কম পরিবহন নিয়ে চলাচল করলেও ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি।
এদিকে ফেরির তুলনায় যানবাহনের বাড়তি চাপ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাক-যাত্রীবাহী বাসের শ্রমিক ও সাধারণ যাত্রীরা। দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যহত বা বন্ধ থাকায় অতিরিক্ত চাপ রয়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়। এতে ভোগান্তিও বাড়ছে।
তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরি রয়েছে। যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় এখনো তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৫০টি বেশি যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।
টিআর/