ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

৫২ কোটি বছর আগেও লুকিয়ে বেড়াত এই প্রাণী

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

পৃথিবী তখন অতি আদিম। চার পাশে হিংস্র প্রাণীদের রাজত্ব। প্রাণীটির নরম শরীর ঢেকে রাখার জন্য কোনও খোলসও ছিল না। সেখানে এই নখ-দাঁতহীন প্রাণীটি এতটাই নিরীহ ছিল যে, ৫২ কোটি বছর আগেও তাকে লুকিয়ে বেড়াতে হতো।

এই আশ্চর্য প্রাণীটির সন্ধান পেয়েছেন চীনের ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস-এর ভূ-প্রাণীবিদ কিয়াং ওউ এবং জার্মানির কাসেল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী গিয়র্গ মায়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাদের গবেষণাপত্রে তারা লিখেছেন, এই প্রাণীটি তিন সেন্টিমিটার মতো দৈর্ঘ্যযুক্ত ছিল। তা ছাড়া, তার মুখ, চোখ ইত্যাদিও ছিল না।

আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ডেরেক ব্রিগস এই আবিষ্কারকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই সময়ে পৃথিবীতে বাস করত যে সব বহুপদী প্রাণীর কথা জানা গেছে, তাদের প্রত্যেকেরই দেহ শক্ত খোলসে আবৃত ছিল। কিন্তু এই প্রাণীটি একেবারেই ‘নগ্ন’। আর সেই কারণেই একে বাঁচতে হতো লুকিয়ে।

এই বিচিত্র প্রাণীটির একটি নামও দিয়েছেন ওউ এবং মায়ার- ‘লেনিসাম্বুল্যাট্রিক্স হামবোল্টি’। এর অর্থ- হাঁটতে পারে, এমন নরম দেহ। আর এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার বিখ্যাত প্রকৃতিবিদ ফ্রিডরিখ ভিলহেলম হেইনরিখ আলেকজান্ডার ভন হামবোল্টের নাম। কারণ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন এই গবেষণায় সহায়তা করেছে।  

সূত্র: এবেলা

একে//