পুলিশি বাধার মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৫০ এএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার
পরিত্যক্ত কারাগারে নতুন হল নির্মাণ দাবিতে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সময় কয়েক দফা পুলিশি বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন কয়েকজন ছাত্র। বাধা পেয়ে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ছাত্র বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা।
মিছিলটি নয়াবাজার মোড়ে পেরিয়ে বংশাল রোডের দিকে এলে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বাধা পেয়ে শিক্ষার্থীরা ইংলিশ রোডের মাথায় অবস্থান নেয়। সেখানে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন তারা।
কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২ আগস্ট থেকে ধর্মঘট করছেন।