অবশেষে লিটনের ব্যাটে হাসি
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:২৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ব্যর্থতার গ্লানি মুছে অবশেষে সুখের হাসি হাসলো বাংলাদেশি ওপেনার লিটন দাসের ব্যাট। টানা রান খরায় মূল একাদশে থাকা নিয়েই যখন চারদিকে তুমুল সমালোচনা তখন মাঠেই তার জবাব দিলেন লিটন। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে তার ব্যাটে চড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৬৬ রান।
এরইমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ৩৪ বলে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে টিম বাংলাদেশ। বারবার টপ অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশ যখন ব্যাটিং লাইন আপ নিয়ে ভুগছে, তখন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ওপেনিংয়ে নামিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে।
এমজে/