শতক লিটনের
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
বারবার ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে থাকা লিটন দাসের ব্যাট হেসে উঠল অবশেষে। চলতি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই টাইগার ওপেনার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে ইনিংস সূচনা করেন লিটন দাস। ভালো ওপেনিং এর সূচনায় ভোগা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ১২০ রান এনে দেন এই দুই ব্যাটসম্যান।
৫৯ বলে ৩২ রান করে মেহেদি লিটনের সঙ্গ ছাড়লেও ক্যারিয়ার সেরা রান সংগ্রহ করে নেন লিটন। প্রথম অর্ধশতক তুলে নেন মাত্র ৩২ বলে। আর বাকি ৫০ রান তুলতে খরচ করেন আরও ৫৯ বল।
লিটন শতকের দেখা পেলেও চাপে রয়েছে টাইগাররা। মেহেদির পর খুব দ্রুত ইমরুল কায়েস, মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন সাজঘরে ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতীয়দের দিকে।
অভিজ্ঞ মাহমুদুল্লাহকে নিয়ে ব্যাট করছেন লিটন দাস।
৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট ১৪৯ রান।
//এস এইচ এস//